১০২৮ মিনিট আগের আপডেট; দিন ১১:৫৩; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

করোনা দুর্যোগে চকরিয়া-পেকুয়াবাসির প্রয়োজনে যা দরকার আমি সবই ব্যবস্থা করবো: এমপি জাফর

এম জিয়াবুল হক, চকরিয়া ০৮ এপ্রিল ২০২০, ০০:৩৩

করোনা ভাইরাসের কারণে দুর্যোগকালীন মুহুর্তে চকরিয়া ও পেকুয়া উপজেলার রোগীরা যাতে তাৎক্ষনিক চিকিৎসা সেবা পান সেইজন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে দুইটি হাসপাতালে অক্সিজেন মিটার এবং করোনা টেষ্টের নমুনা চকরিয়া ও পেকুয়া থেকে কক্সবাজার সরকারী মেডিকেলে পরিবহনের যাবতীয় খরচ বহন করবেন বলে ঘোষনা দিয়েছেন এমপি জাফর আলম। একইসঙ্গে তিনি হাসপাতালের শৃঙ্খলা রক্ষার্থে ব্যক্তিগত অর্থায়নে চকরিয়া সরকারী হাসপাতালে ৪ জন এবং পেকুয়া সরকারী হাসপাতালে ২ জন কর্মচারীর ব্যবস্থা করে দিয়েছেন।

মঙ্গলবার চকরিয়া উপজেলা হাসপাতালে গিয়ে এমপি জাফর আলম হাসপাতাল ও রোগীদের কল্যাণে এসব ব্যবস্থা গ্রহনের ঘোষনা দেন। এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ ছাড়াও সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারী  উপস্থিত ছিলেন।

আগেরদিন সোমবার চকরিয়া ও পেকুয়া উপজেলা সরকারী হাসপাতালের ডাক্তারদের সাথে বিদ্যমান করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এমপি জাফর। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে ক্রয়ের মাধ্যমে চকরিয়া হাসপাতালে ৩০ এবং পেকুয়া হাসপাতালে ২০ টি পিপিই ডাক্তারদের হাতে তুলে দেন। ওইসময় করোনা দূর্যোগ মোকাবেলায় সকল চিকিৎসককে আন্তরিকতার সঙ্গে কাজ করতে নির্দেশ দেন।

চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি বলেন, করোনাকে ভয় পাওয়া যাবে না। করোনা দুর্যোগসময়ে চকরিয়া-পেকুয়াবাসির জন্য প্রয়োজনে যা লাগবে আমি সবই ব্যবস্থা করব। তবু মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। জনগণের যে কোন ধরণের পরিস্থিতিতে আমি পাশে আছি।