১০০৭ মিনিট আগের আপডেট; দিন ১১:৩১; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

করোনা'কালে ধর্ম-কর্ম

আবদুল্লাহ আল মারুফ ০৮ এপ্রিল ২০২০, ১৬:০০

জামাতে যদি করোনা ছড়ায়, জামাত হবে বন্ধ,
বেঁচে থাকলেই জামাত পাবে, বুঝবে কি ধর্মান্ধ?

সহজ সরল ধর্ম আমার, স্রষ্টাই দিয়েছে সুযোগ,
মসজিদে না গিয়ে ঘরে পড় নামাজ, আসে যদি দুর্যোগ।

অতি উৎসাহী মূর্খ বাঙালি, মানেনা সেই বাণী,
মসজিদে গিয়ে চাইছে দিতে জীবন কোরবানি।

মসজিদে গিয়ে মরতে পারা, আসলেই ভাগ্যের দান,
তখনই আমি মানতাম সেটা, পাইলে হাদিসে প্রমাণ।

কিন্তু এখন গেলে মসজিদে থাকে করোনার ভয়,
কখন জানি কে ছোঁয়া দেয় সদা থাকে সংশয়।

তাইতো বলি মসজিদে গিয়ে আর করো না তি,
তোমার জন্য যদি বেড়ে যায় জাতির দুর্গতি?

পাপের বোঝা তখন তোমার পূণ্যকে খাবে গিলে,
কেমনে বাঁচিবে কেয়ামতে তুমি দশজনে নালিশ দিলে?

এই দুর্দিনে বন্ধ মসজিদ, কি এমন তি তাতে,
ঘরে বসে যদি আরশ কাঁপাও, কেঁদে কেঁদে মাঝরাতে?

তাই চলো ভাই কথা না বাড়িয়ে এবাদত করি ঘরে,
আল্লাহ আমার আছে সবখানে, চাইলেই পাবো তাঁরে।

লেখক:

এসএসসি ফল প্রত্যাশী, চকরিয়া গ্রামার স্কুল।

ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/kulsumabegum.kulsuma.3