৯১৬ মিনিট আগের আপডেট; রাত ২:৪০; বৃহস্পতিবার ; ১৭ এপ্রিল ২০২৪

পেকুয়ায় চিংড়ি চাষীর চোখ তুলে নেয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ০৯ এপ্রিল ২০২০, ০০:৪৭

কক্সবাজারের পেকুয়ায় শহীদুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে হামলা ও মারধর করে চোখ তুলে নেয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯টা দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়ায় একটি চিংড়ি প্রকল্পে ঘটে এ ঘটনা। শহীদুল ইসলাম চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১নং ব্লকের আবদু জব্বারের ছেলে। 

শহীদুল ইসলামের বড় ভাই নুরুল আলম জানান; শহীদুল ইসলাম একজন চিংড়ি চাষী। পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় চিংড়ি চাষী শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে চিংড়ি চাষ করে আসছেন। উজানটিয়ার টেকাপাড়ার ওই চিংড়ি প্রকল্পে তিনি থাকেন। উজানটিয়ার কিছু সশস্ত্র ব্যক্তি বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহীদুল ইসলামের চিংড়ি লুটপাট করতে যায়। এসময় শহীদুল ইসলাম তাদেরকে বেড়িবাঁধের উপরে বাধা দেয়।

 ওই সশস্ত্র ব্যক্তিরা মারধর করে শহীদুল ইসলামের চোখ তুলে নেয়ার চেষ্টা চালায়। এতে শহীদুল ইসলাম গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। এক পর্যায়ে হামলাকারীরা শহীদুল ইসলামের পাশে একটি লম্বা বন্দুক রেখে ডাকাত ধরা খেয়েছে প্রচার দিয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দেন। রাতে পেকুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত চিংড়ি চাষী শহীদুল ইসলামকে উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে যায়।

উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন. বদরখালীর ওই শহীদুল ইসলাম উজানটিয়ার এলাকার এক লোককে মারধর করায় পরে এলাকার মানুষ উত্তেজিত হয়ে টেকপাড়ায় গেলে তার কাছ থেকে অবৈধ বন্দুক পাওয়া যায়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল আজম জানান; তাকে প্রথমে পেকুয়া হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।