৭৭১ মিনিট আগের আপডেট; রাত ১২:১৪; বৃহস্পতিবার ; ১৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় হতদরিদ্র মানুষের বাড়িতে খাদ্য পাঠাচ্ছেন ভাইস চেয়ারম্যান জেসি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ০৯ এপ্রিল ২০২০, ০১:৪৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে কর্মহীন চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে অভাব-অনটনে ঘরবন্দি থাকা হতদরিদ্র মানুষের খবর নিয়ে বাড়িতে খাদ্য সামগ্রী পাঠাচ্ছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী। সরকারি বরাদ্দ থেকে প্রাপ্ত কিছু পরিমাণ চাল ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মাঝে বিতরণ শেষ করেছেন। অবশ্য তাঁর আগে থেকে নিজের ব্যক্তিগত তহবিলের অর্থায়নে সাধ্য অনুযায়ী গরীরের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহায়তা। 

চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান (প্যানেল এক) ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেসি চৌধুরী মানবিক দায়িত্ববোধ থেকে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের ব্যক্তিগত তহবিল থেকে গরীব মানুষের এই দুর্যোগ-দুর্দিনে পাশে থাকার অভিরাম চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। গতমাসের ২৭ তারিখ থেকে তিনি উপজেলা ও পৌরসভা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে গরীব পরিবার দেখে দেখে তাদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন। 

চকরিয়া থানার সেন্টার এলাকার বাসভবনে প্রায় প্রতিদিন খাদ্য সহায়তা পেতে ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরীর কাছে সমবেত হচ্ছেন হতদরিদ্র বিপুল সংখ্যক নারী-পুরুষ। সরকারি বরাদ্দ আমার কাছে শেষ হয়ে গেছে, একথা বললেও অভাব-অনটনে থাকা এসব মানুষ কিছু না নিয়ে বাড়ি ফিরছেনা। এ অবস্থায় অনেকটা নিরুপায় হয়ে ভাইস চেয়ারম্যান জেসি চৌধুরী বাসভবনের সামনের মুদির দোকান থেকে কিছু কিছু গরীব মানুষকে খাদ্য সহায়তা চাল ডাল তেল কিনে দিয়ে মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। সর্বশেষ বুধবারও তিনি ২২ জন গরীব, অচ্ছল দিনমুজুর নারী-পুরুষের হাতে খাদ্য সামগ্রী দিয়েছেন ব্যক্তিগত তহবিল থেকে।

অপরদিকে মঙ্গলবার তিনি চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পৌরসভার মেয়র  আলমগীর চৌধুরীর সার্বিক সহযোগিতায় গরীব মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে অংশনেন। ওইসময় তিনি স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। অন্যদিকে বুধবার ৮ এপ্রিল চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকায় একইভাবে পৌরসভার উদ্যোগে চারশত হতদরিদ্র দিনমুজুর, টমটম চালক রিক্সা চালকসহ অভাবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত থেকে স্থানীয় গরীব পরিবারের বেশ কজন নারী-পুরুষের হাতে পৌরসভার খাদ্য সহায়তা চাল তুলে দেন তিনি। ওইসময় স্থানীয় নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।