নিজস্ব ফটোগ্রাফার ২৮ জুন ২০২০, ০১:১৭
করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সারাদেশে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। তেমনি চকরিয়ার পৌর শহরের প্রবেশমুখে ভাঙারমুখ এলাকায় তৃণমূল পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবকরা। উপজেলা প্রশাসনের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায়কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
চকরিয়া পৌরসভার ভাঙারমুখ বড়ুয়াপাড়া রাস্তার মাথায় স্বেচ্ছাসেবকরা মানুষকে সচেতনতা বাড়াতে কাজ করছিলেন। এমন সময় একজন শারীরিক প্রতিবন্ধি গাড়িতে উঠতে পারছিল না। এমন স্বেচ্ছাসেবক জালাল উদ্দিন ও এসএম রাইয়ান এগিয়ে গিয়ে তাকে অটোরিক্সায় তুলে দিচ্ছে। এমন ছবি মানবতা দেখিয়ে দেন, মানবতা শিখিয়ে দেন।
ছবিটি (২৫জুন) বিকেল তিনটার দিকে আমার কক্সবাজারের নিজস্ব ফটোগ্রাফার ক্যামরায় ধারণ করে।
এবিষয়ে স্বেচ্ছাসেবক জালাল উদ্দিন বলেন, ‘প্রতিবন্ধি ছেলেটি ঠিকমতো হেটে যেতে পারছিল না। দৃশ্যটি চোখে পড়লে নিজের মনুষ্যত্ব নাড়া দেয়। তাই আমাদের স্বেচ্ছাসেবক টিমের সদষ্যরা তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করি।’