৭৮৩ মিনিট আগের আপডেট; রাত ১২:১৬; বুধবার ; ২৬ সেপ্টেম্বর ২০২৩

পিস্ ফাইন্ডার: মানবিকতার গল্প

তানভীর আহমদ সিদ্দিকী তুহিন ২৬ জুলাই ২০২০, ২০:২৯

এক দশক পেরিয়ে গেলো। মাতামুহুরিতে প্রতিদিন জোয়ার-ভাটা খেলেছে। কিন্তু চকরিয়া তথা কক্সবাজারের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পিস্ ফাইন্ডারের মানবিক কার্যক্রমের গতিতে এতটুকুও ভাটা পরে নি!

প্রথম থেকেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকেছে পিস্ ফাইন্ডার। পথ শিশুদের জন্য আলোকবর্তিকা হয়ে স্কুল, প্রতিবন্ধিদের জন্য প্রজেক্ট হুইল চেয়ার- যেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 

পিতার মৃত্যুর পর তাঁর ব্যবহৃত হুইল চেয়ার দান করে ২০১৪ সালে ‘প্রজেক্ট হুইল চেয়ার’ কার্যক্রম শুরু করেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আদনান রামীম ভাই। সেই কর্মসূচীতে সাড়া দিয়ে অনেকে এগিয়ে এসেছেন। 

আজ প্রতিবদ্ধকতা জয়ের অনুপ্রেরণা হিসেবে ৬০তম হুইল চেয়ার বিতরণ করলো পিস ফাইন্ডার। প্রিয় সংগঠনটির কার্যক্রম সমাজে সুবিধা বঞ্চিত মানুষের প্রতি দৃষ্টি ভঙ্গিটা পাল্টে দিবে- সেই প্রত্যাশাই করি। 

শুভ কামনায়:
তানভীর আহমদ সিদ্দিকী তুহিন
স্বেচ্ছাসেবক, স্বাধীন মঞ্চ।