৩৫ মিনিট আগের আপডেট; রাত ১২:৪৫; শুক্রবার ; ২৯ মার্চ ২০২৪

হজে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ চিহ্ন

অনলাইন ডেস্ক: ২৯ জুলাই ২০২০, ২১:৫৪

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এবার হজে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তার মধ্যে অন্যতম হল, মসজিদে হারামে তাওয়াফকারী ও মসজিদে নববীতে যাতায়াতকারীদের জন্য পৃথক পৃথক লেন এবং চিহ্ন তৈরি করা হয়েছে। হজযাত্রীদেরকে এসব ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়াও মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে নিয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মীরা এসব নির্দেশনা মেনে চলতে হজযাত্রীদের সহযোগিতা করছেন। হজযাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদির প্রধান এই মসজিদের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক পৃথক রাখা হয়েছে।

সামাজিক দূরত্ব যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়, এর জন্য বারবার হজযাত্রীদের প্রতি অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে দেশ-বিদেশের মাত্র ১০ হাজার হজযাত্রী নিয়ে এ বছরের হজের আয়োজন করেছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

৮ জিলহজ বুধবার হজযাত্রীরা নির্ধারিত সময় পর্যন্ত মক্কার বিভিন্ন হোটেলে হোম কোয়ারেন্টিনে থাকার পরে জোহর থেকে মিনায় অবস্থান করছেন। সেখানে আগামীকাল ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হজের মূল পর্বে অংশ গ্রহণের জন্য আরাফায় গমণ করবেন তারা।