৯৬৯ মিনিট আগের আপডেট; দিন ১০:৫৩; শুক্রবার ; ২৮ মার্চ ২০২৪

ঈদগড় ছাত্র সংসদের বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক, রামু ০৩ অগাস্ট ২০২০, ১৯:৪৯

রামু উপজেলার ঈদগড় ছাত্র সংসদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঈদগড় পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো।

গত শুক্রবার (৩১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ইউছুপ নবী, ঈদগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম, বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, প্রাক্তন ছাত্র সংসদ সভাপতি নুরুল আবছার, প্রতিষ্ঠাতা সভাপতি কাউছার আলম তুহিন, সাধারণ সম্পাদক শাহা মোহাম্মদ তৌহিদ ইসলাম, মনিরুজ্জামান মনির (চবি), অর্থ সম্পাদক নুরুল হুদা, ওসমান সরওয়ার, মহিউদ্দিন (ঢাবি), সাইফুল ইসলাম  সবুজ, এডভোকেট শাহারিয়া আজিম সিফাত, জয়নাল আবেদীন (ঢাবি), নুরুল হুদা, গিয়াসউদ্দিন, এরশাদ উল্লাহ তোহা, তামজিদ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। একমাত্র পরিবেশ বন্ধু গাছই আমাদের যে কোন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় ভূমিকা পালন করতে পারে। ঈদগড় ছাত্র সংসদের উদ্যোগে এ ধরণের বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান রাখতে হবে। অন্যান্য সংগঠন-সংস্থাগুলোকে বৃক্ষ রোপনের মতো মহৎ কাজে এগিয়ে আসতে হবে।