নীলিমা শামীম ০৫ নভেম্বর ২০২০, ১৫:৫৫
ফুলকুমারি ফুলকুমারি
বলছি শুনো এসে
মিষ্টি ওষ্ঠে নিঁথর আদর
স্পর্শন দেয় ত্রাসে।
সাপের মত ফনা তুলে
বনে জঙ্গঁলে চলে
পিচিক করে খিলখিলিয়ে
বুকে আগুন জ্বালে।
নয়ন ছলছল আঁখির ঝলক
ঢেউ খেলানো মনি
ঘর্ম নাকে বেদিশ পুরুষ
ললনা হয় আদরীনি?
তিলক বৃষ্টি ছিটেফোঁটায়
দোল খেলানো অবয়ব
তোমার রুপে দেয় ভুলিয়ে
নিত্য চলন অপরুপ।
চুম্বনে অধীর চুম্বক আকর্ষণ
লিপ্ত তাহার ওষ্ঠ
তার যাওয়াতে চূর্ণবিচূর্ণ হৃদ
বাড়িয়ে মনে কষ্ট।
মৌমাছিরা মধু চাষে নিত্য
আসা যাওয়া
আহরিত মধু বিকশিত হয়
ফুলের হয়না পাওয়া।
ভ্রমর তোমার গুঞ্জরণে মুগ্ধ
ধাপিয়ে কাননে
এই অনুক্ষণ থাকনা মুখর
মিষ্টি আলাপণে।
নৃত্য ঢঙে তার চলনবলন
কথার যাদু হৃদহরন
কণ্ঠে তাহার মধুর ছটা
প্রেমের হয়' যে মরন।