নীলিমা শামীম ০৯ নভেম্বর ২০২০, ১৭:৪৭
এখন কি আর মন মাতানো জলে ভিজে গা
চারিদিকে দালান -কোটা খেলার মাট তো দেখি না
সেই কালেতে শ্রাবন এলে রইতো না মন ঘরে হায়
এখন কি আর জানলা ছাড়া বরষা দেখা যায়?
ভারি ভারি বইয়ের বোঝা কোচিং প্রাইভেট
ঘুমের ঘোরে পরীক্ষার চিন্তায় শ্রাবনের গত শেষ
বরষা এলেই নাও বানিয়ে ভাসাতাম জলে
এখন ভাবি পড়লে রেজাল ভালো তো পাবো
জীবনের শিক্ষার ভার এখন কি আর পায়
বইয়ের বোঝা ঠিকই আছে শিক্ষা তেমন নাই
বাবা মায়ের হুকুম কড়া হতে হবে সন্মানী
এখন বলে দেখ পাশের বাড়ীর ছেলে হলো সন্ত্রাসী।
যেইখানেতে ছিল মোদের খেলার মাট ও সরোবর
সেইখানেতে এলাহী দেখ বহুতলা হিলস ও টাওয়ার
তোমরা বলো মা তোমাদের ভালোই ছিল সেই দিন
আমরা মাগো কোনো মতেই পাইনা সুখের সেই মিল।
মিষ্ট ভরা মনটা আমার সুখ হলো বড় কঠিন
তোমার আমার মাঝে কেনো এতোই ব্যবধান।
ওই পারার ছেলের দল। নিত্য করে খেলা
আমি কেনো পাইযে মাগো শুধুই অবহেলা।