নীলিমা শামীম ২৪ নভেম্বর ২০২০, ২১:১৩
যখন জীবন থমকে দাঁড়ায়
স্বপ্ন বুনার ক্ষনে,
তখন আমার উদাস দুপুর
ছিলোনা যে মনে।
যখন তুমি রঙ্গিন আমাকে
ভুলিয়ে থাকো দূরে,
তখন প্রিয় দুচোখের পাতায়
পাপড়ি ছোয়া নুরে।
যখন আকাশ প্রেম বিলিয়ে
আসে,অনুভবে নীড়ে,
তখন! অনাকাঙ্ক্ষিত স্বপ্ন বুনি
শিশির ভেজা ভোরে।
যখন আমার পাগলামো মন
হৃদয়, স্পর্শ করে,
তখন তুমি থাকো জড়িয়ে
আমায় বাহুডোরে।
যখন আমি চলতে চলতে
ভুলে তোমায় যাই,
তখন কি গো এই পথচলা
স্মৃতিতে গড়ায়?