১৫৭৩ মিনিট আগের আপডেট; রাত ৭:৪০; শনিবার ; ০৩ মে ২০২৪

বান্দরবানের তিন উপজেলার নির্বাচন স্থগিত

আমার কক্সবাজার ডেস্ক : ২৩ এপ্রিল ২০২৪, ১৫:৫১

বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি তিন উপজেলায় নির্বাচন (উপজেলা পরিষদ নির্বাচন) স্থগিত করা হয়েছে।

বান্দরবানের এই তিনটি উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলায় এ নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সুবিধাজনক সময়ে এই তিন উপজেলায় নির্বাচন আয়োজন করা হবে।  

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনসংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার জ্যেষ্ঠ সচিব, সচিব ও দপ্তরপ্রধানদের সঙ্গে এই সভা করে ইসি।

সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। ইসি সচিব জাহাংগীর আলমসহ কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।  

সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আরও সুন্দর ও সার্থকভাবে যাতে উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করা যায়, সে জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।