১৮০ মিনিট আগের আপডেট; দিন ৪:১৬; মঙ্গলবার ; ৩০ এপ্রিল ২০২৪

ইসরায়েলের পাল্টা আক্রমণ সমর্থন করবে না যুক্তরাষ্ট্র: বাইডেন

আমার কক্সবাজার ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৪, ২২:০৮

গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো ধরনের পাল্টা আক্রমণ সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এ কথা জানিয়েছে।

হোয়াইট হাউসের এই কর্মকর্তার মতে, বাইডেন নেতানিয়াহুকে আরও বলেছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপ ইরানের আক্রমণ প্রতিহত করবে।

ওই কর্মকর্তা বলেন, যখন বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে যাবে না এবং এ ধরনের অভিযান সমর্থনও করবে না, তখন নেতানিয়াহু বলেছিলেন যে তিনি বিষয়টি বুঝতে পেরেছেন।